Ajker Patrika

রাইমা সেন

১০ বছর পর আবার ‘হাওয়া বদল’

পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘হাওয়া বদল’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের মার্চে। গল্পে অনেক বছর পর দেখা হয় দুই বন্ধুর। এক বন্ধু স্ত্রী, সন্তান আর বড় চাকরি নিয়ে আছে মহাসুখে। আরেক ব্যাচেলর বন্ধু আছে গানবাজনা আর প্রেমিকাদের নিয়ে মাস্তিতে।

১০ বছর পর আবার ‘হাওয়া বদল’
রাইমার উচিত জবাব!

রাইমার উচিত জবাব!